কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশের অনেক হিসাবের ওয়েস্ট ইন্ডিজ সফর। সাকিব আল হাসান নেই। নাজমুল হোসেন শান্ত অধিনায়কত্ব ছাড়তে চান। একের পর এক পরাজয়ের ধাক্কা। বাংলাদেশের ক্রিকেটে চলছে নানা জল্পনা-কল্পনা। কে হবেন পরবর্তী অধিনায়ক? সাকিব-মাহমুদুল্লাহদের অবসরের পর কারা হবেন বাংলাদেশের ক্রিকেটের পরবর্তী কান্ডারি! এসব হিসেব মেলানো যাবে কি এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে?


দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-২০ ম্যাচ খেলবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। কাল থেকে শুরু হবে প্রথম টেস্ট। ম্যাচটি অনুষ্ঠিত হবে নর্থ সাউন্ডের সার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে। এরপর ৩০ নভেম্বর থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। কিংসটনের সাবিনা পার্কে অনুষ্ঠিত হবে এ ম্যাচ। ৮ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে অনুষ্ঠিত হবে ম্যাচটি। একই মাঠে ১০ ও ১২ ডিসেম্বর হবে সিরিজের পরের দুটি ম্যাচ। আরনস ভেল স্টেডিয়ামে ১৫ ডিসেম্বর শুরু হবে টি-২০ সিরিজ। ১৭ ও ১৯ ডিসেম্বর এ মাঠেই অনুষ্ঠিত হবে পরের দুটি টি-২০ ম্যাচ।


ফুল স্কেল এ সিরিজে অনেক কিছুই পরিষ্কার হয়ে যাবে। নাজমুল হোসেন শান্ত ইনজুরিতে থাকায় অধিনায়কের দায়িত্ব পালন করছেন মেহেদি হাসান মিরাজ। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মধ্য দিয়েই মেহেদি হাসানের অধিনায়ক হওয়ার বিষয়টি নিশ্চিত হতে পারে। এরই মধ্যে তিনি অধিনায়কত্ব করেছেন আফগানিস্তানের বিপক্ষে গত সিরিজের তৃতীয় ওয়ানডেতে। সেই ম্যাচে হেরেছে বাংলাদেশ। অধিনায়ক হিসেবে নিজে ভালো পারফর্ম করেও দলকে জেতাতে পারেননি মিরাজ। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সফল হতে পারলে সামনের সময়টা তারই হতে পারে। সাকিব পরবর্তী যুগে বাংলাদেশ এখনো কোনো সিরিজ জিততে পারেনি। ওয়েস্ট ইন্ডিজে এ চ্যালেঞ্জটাও নিতে হবে টাইগারদের। এরই মধ্যে নতুন অনেকেই পারফর্ম করতে শুরু করেছেন। পুরনোদের মধ্যেও অনেকে নতুন করে আলো ছড়াচ্ছেন। স্পিনার তাইজুল ইসলাম বল হাতে ম্যাজিক দেখাচ্ছেন। পেসার হিসেবে নাম কুড়িয়েছেন নাহিদ রানা ও হাসান মাহমুদরা। পুরনো তাসকিন আহমেদ তো আছেনই। ব্যাটিংয়েও এবার অনেক কিছু দেখে নেওয়ার পালা। উদ্বোধনী জুটিতে সমস্যা রয়েই গেছে। ধারাবাহিকভাবে কেউই ভালো করতে পারছেন না। ওয়েস্ট ইন্ডিজ সফরে এ সংকট কাটাতে পারবেন সাদমান-মাহমুদুলরা!


ক্যারিবীয়রা ভালো ফর্মে আছে। টি-২০ সিরিজে ইংল্যান্ডের কাছে হারলেও ওয়ানডে সিরিজে ইংল্যান্ডকে হারিয়েছে তারা। ধ্বংসস্তূপের ভিতর থেকে উঠে আসছে ক্যারিবীয়রা। নতুন করে জেগে ওঠা এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই কঠিন চ্যালেঞ্জ বিজয়ী হওয়ার লড়াইয়ে নামছেন মেহেদি হাসান মিরাজরা।