নিউইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের অধিবেশনে ভাষণ দিতে পৌঁছচ্ছেন বাংলাদেশের  প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটি সংবাদমাধ্যমে এমনই দাবি করা হয়েছে। ভারতে আশ্রয়ে থাকা হাসিনার আকস্মিক এই বিদেশ সফরে চাঞ্চল্য তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে। আমেরিকার সবুজ সঙ্কেত পেয়ে জাতিসঙ্ঘের অধিবেশনে যোগ দিচ্ছেন হাসিনা। দাবি করা হয়েছে, তাঁকে স্বাগত জানাতে নিউইয়র্ক বিমানবন্দরে জড়ো হবেন আওয়ামি লিগের নেতাকর্মীরা। সেখানে স্লোগানে মুখরিত করবেন তাঁরা। হাসিনার এই বক্তব্যে কী বিষয় উঠে আসে সেদিকে নজর সবার।


গত ৫ অগাস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের জেরে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে আসেন শেখ হাসিনা। তারপর থেকে তিনি কোনও বক্তব্য পেশ করছেন এরকম ছবি বা ভিডিয়ো সামনে আসেনি। বাংলাদেশে গঠিত হয়েছে মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। এরপর বাংলাদেশে একেবারে কোণঠাসা হয়ে পড়ে শেখ হাসিনার দল আওয়ামি লিগের নেতা কর্মীরা। একের পর এক নেতার নামে মামলা দায়ের হয়। অনেকে আত্মগোপন হয়ে রয়েছেন। বাংলাদেশের আগামী নির্বাচনে আওয়ামি লিগ ভোটে লড়তে পারবে কি না তা নিয়েই প্রশ্ন উঠেছে। সেই প্রেক্ষিতে হাসিনা কোনও বড় বার্তা দেয় কি না সেদিকে তাকিয়ে রয়েছে সব মহল।