গাজীপুরে ড্রেন যেন ময়লার ভাগাড়। দীর্ঘদিন ড্রেন পরিষ্কারে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় ভাগাড়ে পরিণত হয়েছে। এর ফলে ড্রেন উপচে সড়কে প্রবাহিত হচ্ছে পানি। তলিয়ে যাচ্ছে রাস্তাঘাট ও বাসাবাড়িসহ বিভিন্ন প্রতিষ্ঠান। অভিভাবকহীন এই সিটি করপোরেশনের দুর্ভোগ কবে কমবে এনিয়ে দুশ্চিন্তায় নগরবাসী। বর্ষা মৌসুমের আগে নগরীর জলাবদ্ধতা নিরসনে জরুরি পদক্ষেপ না নেওয়া হলে এর ভয়াবহতা আরও বাড়ার শঙ্কা রয়েছে। সরেজমিন ঘুরে জানা যায়, ড্রেনগুলো পলিথিন, ডাবের খোলা, চিপসের প্যাকেট, বাসাবাড়ি, দোকানের বর্জ্যে বদ্ধ হয়ে রয়েছে। পানি প্রবাহিত হতে না পারায় নোংরা পানিতে ভাসছে সড়ক। কাদা লাগছে এ পথে যাতায়াতকারী শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষের পোশাকে। এর মধ্যে আউচপাড়া, খাঁপাড়া রোড, শিলমুন, মরকুন, দত্তপাড়া, আরিচপুর, মুদাফা, মিরের বাজার, গাজীপুরা, পূবাইল, বড়বাড়ি, গাছা, বাসন, সালনা, জয়দেবপুর, কাশেমপুর, কোনাবাড়িসহ বিভিন্ন এলাকার ড্রেনগুলোর পরিস্থিতি খুবই নাজুক।
মরকুন টেকপাড়া এলাকার বাসিন্দা নবিউল্লাহ মানিক বলেন, পরিকল্পিত ড্রেনেজব্যবস্থার অভাবে জলাবদ্ধতা তৈরি হচ্ছে।
যেসব ড্রেন রয়েছে তা নিয়মিত পরিষ্কার না করায় ময়লা-আবর্জনা জমে পানি চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। দুর্গন্ধে যাতায়াত করা মুশকিল হয়ে পড়েছে। এসব ড্রেন মশার আবাসস্থলে পরিণত হয়েছে। এ ব্যাপারে টঙ্গী জোনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, বর্জ্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ড্রেন পরিষ্কারের ব্যবস্থা নেওয়া হবে।