যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাঁচ ভুলোট এলাকার ইছামতী নদীর পাড় থেকে তিন বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে সীমান্তের ইছমতী নদীর পাড় থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিকালের দিকে আরও একজনের লাশ নদীতে ভেসে ওঠে। শার্শা থানা পুলিশ লাশগুলো ময়নাতদন্তের জন্য যশোরে পাঠিয়েছে। ভিকটিমরা হলেন, বেনাপোল পোর্ট থানার দীঘিরপাড় গ্রামের আরিফুল ইসলামের ছেলে সাবু হোসেন (২৮) ও কাগজপুকুর গ্রামের দক্ষিণ পাড়ার মৃত ইউনুস মোড়ের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৩) এবং চৌগাছার শাহাজাদপুরের জামিল ঢালির ছেলে সাকিবুল হাসান।


পাঁচ ভুলোট গ্রামের লোকজন জানায়, ৭-৮ জনের সংঘবদ্ধ চোরাকারবারি রাতে ভুলোট সীমান্ত দিয়ে ভারতে যায়। ধারণা করা হচ্ছে, তারা চোরাচালানের মালামাল আনতে ভারতে গিয়েছিলেন। তাদের নির্যাতন করে মেরে সুযোগ বুঝে রাতেই লাশ বাংলাদেশ সীমান্তে ফেলে রাখা হয়েছে। অনুমান করা হচ্ছে, তিনজনের লাশ উদ্ধার হলেও বাকিরা এখনো নিখোঁজ রয়েছেন।


শার্শা  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির আব্বাস এবং বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, খবর পেয়ে শার্শার পাঁচ ভুলোট এলাকা থেকে সকালে দুটি এবং বিকালে নদী থেকে আরও একজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, এদেরকে পিটিয়ে এবং শারীরিক নির্যাতন করে মারা হয়েছে। লাশের গায়ে ক্ষত চিহ্ন রয়েছে।


খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল খুরশিদ আনোয়ার বলেন, শার্শার পাঁচ ভুলোট সীমান্তের ইছামতী নদীর পাড় থেকে দুটি লাশ পাওয়া গেছে। মৃতদের শরীরে ক্ষত চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য শার্শা থানা ও পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।